HomeOthers

নতুন রাজনৈতিক দল নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ

আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। আজ ১০ মার্চ (সোমবার) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব গণবিজ্ঞপ্তির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এ সময় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেসব অনিবন্ধিত দল অংশ নিতে চায়, তাদের জন্য এই বিজ্ঞপ্তি জারী করা হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ এপ্রিল পর‌্যন্ত। নিবন্ধন হবে আগের আইনে।

বাংলাদেশ নির্বাচন কমিশন জারীকৃত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৯০ (ক) ধারার অধীনে নিবন্ধনে ইচ্ছুক দলগুলো “রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা ২০০৮” এ উল্লেখিত শর্তাবলীর আলোকে বিধিমালায় সংযোজিত ১ নং ফরমে আগামী ২০ এপ্রিল ২০২৫ এর মধ্যে আবেদন করতে হবে।

বিধিমালার ২ নং ধারা মতে নিবন্ধনে আগ্রহী রাজনৈতিক দলকে দলীয় প্যাডে দরখাস্ত করতে হবে এবং দরখাস্তের সাথে নিম্নোক্ত কাগজপত্র যুক্ত করতে হবে-

রাজনৈতিক দল নিবন্ধনের নিয়মাবলি-

(ক) দলের গঠনতন্ত্র

(খ) দলীয় নির্বাচনী ইশতেহার (যদি থাকে)

(গ) দলের বিধিমালা (যদি থাকে)

(ঘ) দলীয় পতাকা এবং দলীয় লোগো

(ঙ) দলের কেন্দ্রীয় কমিটির সব সদস্যের নামের তালিকা

(চ) দলের ব্যাংক একাউন্টের বিশদ বিবরণ

(ছ) দলের তহবিলের উৎস্যের বিবরণ

(জ) নিবন্ধন ফি বাবদ ৫,০০০/- (পাঁচ হাজার টাকা) অফেরতযোগ্য জামানত সচিব, নির্বাচন কমিশন সচিবালয় বরাবরে ট্রেজারি চালানের মাধ্যমে জমা প্রদান করতে হবে। চালানের কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। ট্রেজারি চালান কোড নম্বর-১০৬০১০১১০০১২৫১১০০০০০০০-১১০০১০০০-১৪২২২০৪

(ঝ) জমার শেষ তারিখ ২০ এপ্রিল ২০২৫

(ঞ) স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পর কোনো একটি জাতীয় নির্বাচনে নিজস্ব দলীয় প্রতীকে অংশগ্রহণের মাধ্যমে প্রাপ্ত কমপক্ষে একটি আসনের প্রমাণপত্র অথবা, স্বাধীনতা লাভের পর বাংলাদেশের কোনো জাতীয় নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে কমপক্ষে ৫ শতাংশ ভোট লাভের প্রত্যায়নপত্র অথবা, দলের কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় কার্যালয়, কমপক্ষে ২১টি জেলায় কার্যালয় এবং ২০০ উপজেলা কার্যালয় এবং ২০০ উপজেলা থেকে ২০০শত করে ভোটার সমর্থনের প্রমাণপত্র।

কোনও দল যথাযথ ভাবে আবেদন দাখিলের পর কমিশন কর্তৃক নিবন্ধন সম্পন্ন হলে নির্বাচন কমিশনের ৩ নং ফরমে একটি নিবন্ধন সনদ প্রদান করবে এবং গেজেট প্রকাশ করবে।

প্রসঙ্গত উল্লেখ্য, এখনও পর্যন্ত নিবন্ধিত দলের সংখ্যা ৪৯।

রাজনৈতিক দল নিবন্ধনের নিয়মাবলি

-সূত্র: প্রেস বিজ্ঞপ্তি 

You cannot copy content of this page