HomeOthers

জাতীয় লিগ্যাল এইড অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি

জাতীয় লিগ্যাল এইড অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশে সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় আইনগত সহায়তা সংস্থার প্রধান কার্যালয়, সুপ্রিম কোর্ট কার্যালয় এবং জেলা কার্যালয়সমূহের নিম্নোক্ত শূন্য পদে জনবল নিয়োগ করা হবে।

১. সহকারী মেইন্টেনেন্স ইঞ্জিনিয়ার পদ সংখ্যা- ১টি, কর্মস্থল-প্রধান কার্যালয়, বেতন-২২,০০০-৫৩,০৬০/- টাকা, আবেদন করার যোগ্যতা- সিএসই/ইইই/ইনফরমেশন সায়েন্স ব্যাচেলর ডিগ্রি কমপক্ষে ২য় শ্রেণী থাকতে হবে।

২.আইনী পরামর্শ কর্মকর্তা ( চুক্তিভিত্তিক): পদসংখ্যা- ৬টি, কর্মস্থল-প্রধান কার্যালয়, বেতন-সর্বাসাকুল্যে- ৪০,০০০/-, আবেদনের যোগ্যতা- কমপক্ষে ২য় শ্রেণীসহ এলএলবি (অনার্স) ডিগ্রি, আইনজীবী হিসেবে কাজ করা প্রার্থী অগ্রাধিকার পাবেন। তিন মাসের কম্পিউটার প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করা থাকতে হবে।

৩. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: পদসংখ্যা- ১টি, কর্মস্থল- সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, বেতন- ১০,২০০/- ২৪,৬৮০/- (১৪তম গ্রেড), আবেদন করার যোগ্যতা- উচ্চমাধ্যমিক, কম্পিউটার প্রশিক্ষণ করা থাকতে হবে।

৪. অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর: পদসংখ্যা- ২টি, কর্মস্থল- প্রধান কার্যালয়, বেতন- ৯৩০০/- ২২,৪৯০/-, (গ্রেড-১৬) আবেদন করার যোগ্যতা- স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার বিষয়ে ১ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে।

৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: পদসংখ্যা- ২টি, কর্মস্থল- যে কোনো জেলা লিগ্যাল এইড অফিস, বেতন- ৯৩০০/- ২২,৪৯০/-, (গ্রেড-১৬) আবেদন করার যোগ্যতা- কমপক্ষে ২য় বিভাগসহ উচ্চমাধ্যমিক, কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে।

৬. বেঞ্চ সহকারী: পদসংখ্যা- ১টি, কর্মস্থল- যে কোনো জেলা লিগ্যাল এইড অফিস, বেতন- ৯৩০০/- ২২,৪৯০/-, (গ্রেড-১৬) আবেদন করার যোগ্যতা- উচ্চমাধ্যমিক, কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে।

৭. জারীকারক:  পদসংখ্যা- ১১টি, কর্মস্থল- যে কোনো জেলা লিগ্যাল এইড অফিস, বেতন- ৮৫০০/- ২০,৫৭০/-, (গ্রেড-১৯)  আবেদন করার যোগ্যতা- মাধ্যমিক, কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে।

৮. অফিস সহায়ক: পদসংখ্যা- ৫টি, কর্মস্থল- প্রধান কার্যালয়, বেতন- ৮২৫০/- ২০০,১০/-, (গ্রেড-২০)  আবেদন করার যোগ্যতা- মাধ্যমিক।

জাতীয় লিগ্যাল এইড অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদন করার নিয়মাবলি

(ক) ১ মার্চ ২০২৫ এ প্রার্থীর বয়স ১৮-৩২ হতে হবে।

(খ) সকল পদের জন্য লিখিত এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

(গ) সকল পদের পরীক্ষা একই সময়ে অনুষ্ঠিত হবে এজন্য এই বিজ্ঞপ্তির একাধিক পদে একই ব্যক্তি আবেদন করতে পারবেন না।

(ঘ) আবেদনকারী কোনোও কোটার অধিকারী হলে তার কাগজপত্র দাখিল করতে হবে।

(ঙ) আবেদন শুরু- ০৩.০৩.২০২৫ খ্রি.

(চ) আবেদন করার শেষ সময়- ০৬.০৪.২০২৫ বিকেল ৫টা।

(ছ) ১ ও ২ নং পদের ফি-২০০ টাকা, ৩-৬ নং পদের ফি ১০০ টাকা এবং ৭-৮ নং পদের ফি ৫০ টাকা।

আবেদন করতে হবে টেলিটক এর জব পোর্টালে- লিংক- nalso.teletalk.com.bd

 সূত্র- জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা

You cannot copy content of this page