Law News

ঈশা খাঁ ইউনিভার্সিটির আইন বিভাগের আয়োজনে স্পোর্টস উইক

কিশোরগঞ্জস্থ ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইআইইউবি) এর আইন বিভাগ কর্তৃক আয়োজিত ”স্পোর্টস উইক- ২০২৪” পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় সংলগ্ন খেলার মাঠে এ আয়োজন সম্পন্ন হয়েছে।

এর আগে গত ৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে বিভাগ কর্তৃত ৬টি টিমের নিলাম অনুষ্ঠিত হয়। কেস ক্লোজারস, লিগ্যাল আলকেমিস্টস, লিগ্যাল লিজেন্ডস, জাস্টিস ওয়ারিয়রস, ট্রায়াল টাইটানস এবং ল’ মেকার্স নামে ৬টি টিমে ছেলে এবং মেয়েদের জন্য লুডো, ব্যাডমিন্টন, দাবা, ক্যারাম, ফুটবল ও ক্রিকেট খেলার আয়োজন করা হয়।

১৭ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ইনডোর খেলা এবং কিশোরগঞ্জ সদর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সপ্তাহব্যাপী আউটডোর খেলাগুলো অনুষ্ঠিত হয়। সার্বিক ভাবে চ্যাম্পিয়ান হয়েছে লিগ্যাল লিজেন্ডস টিম এবং রানার্সআপ হয়েছে কেস ক্লোজারস টিম । লুডোতে চ্যাম্পিয়ান হয়েছে জাস্টিস ওয়ারিয়রস (ছেলে) কেস ক্লোজারস (মেয়ে), দাবাতে চ্যাম্পিয়ান হয়েছে ট্রায়াল টাইটানস (ছেলে) লিগ্যাল লিজেন্ডস (মেয়ে), ক্যারামে চ্যাম্পিয়ান হয়েছে কেস ক্লোজার (ছেলে) জাস্টিস ওয়ারিয়র (মেয়ে), ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ান হয়েছে জাস্টিস ওয়ারিয়র (ছেলে) লিগ্যাল লিজেন্ডস (মেয়ে), ক্রিকেটে চ্যাম্পিয়ান হয়েছে লিগ্যাল লিজেন্ডস (ছেলে) ল’ মেকার্স (মেয়ে), ফুটবলে চ্যাম্পিয়ান হয়েছে কেস ক্লোজারস (ছেলে)।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আয়শা আক্তার লাকী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. অনিল চন্দ্র সাহা, রেজিস্ট্রার চৌধুরী খায়রুল হাসান, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নুরুল আমিন, উপপরিচালক (অর্থ) মনিরুল হক, আইন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. মনজুরুল ইসলাম (বর্তমানে গণ বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত), এছাড়াও অত্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক মাসুদ রানা সজল, প্রভাষক আইরিন আক্তার আশা ও প্রভাষক রাশেদুল ইসলাম প্রমুখ।

স্পোর্টস উইক বিষয়ে আইন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. মনজুরুল ইসলাম বলেন, ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগ তথা বিশ্ববিদ্যালয়ে এমন বৃহৎ কলেবরে এমন উদ্যোগ এবারই প্রথম বারের মতো নেয়া হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী সবার মাঝেই এই আয়োজনকে কেন্দ্র করে বেশ উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে। পড়াশোনার পাশাপাশি শিক্ষক শিক্ষার্থীদের পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধি ও বিনোদনের অংশ হিসেবেই এই উদ্যোগ। আশা রাখবো এই ধারা বিভাগ ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি, কৌতুক ও নৃত্য পরিবেশন করেন বিভাগের শিক্ষার্থীরা।

প্রসঙ্গত উল্লেখ্য, আইন বিভাগ “স্পোর্টস উইক-২০২৪” আয়োজনটি বিভাগের সদ্য বিদায়ী বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. মনজুরুল ইসলামকে উৎসর্গ করা হয়েছে। এছাড়া চ্যাম্পিয়ান টিম লিগ্যাল লিজেন্ডস তাদের ট্রফিটি তাঁকে উৎসর্গ করেছে।

You cannot copy content of this page