বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশে যা রয়েছে
হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেয়া অন্তর্বর্তীকালীন সরকার দেশের সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সংস্কার করার উদ্যোগ গ্রহণ করেছে। বিচার বিভাগ সংস্কার করার জন্য ২০২৪ সালের ৩ অক্টোবর বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান এর নেতৃত্বে ৮ সদস্যবিশিষ্ট কমিশন বিচার বিভাগের সংস্কার কমিশন গঠন করা হয়। কমিশন গতকাল ৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্ঠা প্রফেসর ড. মুহম্মদ ইউনূসের কাছে ২৮ দফা প্রস্তাব জমা দিয়েছে। প্রস্তাবের মূল বিষয়গুলোর সার সংক্ষেপ এখানে তুলে ধরা হলো-
১. সংবিধানের ১০০ নং অনুচ্ছেদ সংশোধন করে দেশের প্রতিটি বিভাগীয় সদরে স্থায়ী হাইকোর্ট বেঞ্চ স্থাপন করা।
২. জেলা সদর থেকে দূরত্ব এবং জনসংখ্যার ঘনত্ব বিবেচনা করে প্রয়োজন অনুসারে কোনো উপজেলা সদরে সিনিয়র সহকারী জজ এবং ১ম শ্রেণীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত স্থাপন করা।
৩. রাষ্ট্র পক্ষে আদালতে মামলা পরিচালনা করার ক্ষেত্রে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার বন্ধ করার লক্ষ্যে সরকারী স্থায়ী এটর্নী সার্ভিস চালু করা।
৪. বিচার বিভাগের অধীনের মামলার তদন্ত করার জন্য স্বাধীন তদন্ত সংস্থা গঠন করা।
৫. এজলাস কক্ষে আসামীদের জন্য লোহার খাঁচা থাকলে তা অপসারণ করা। বিচারপ্রার্থীদের সুবিধার্থে আদালত ভবনের নিচতলায় ‘তথ্য ডেস্ক’ স্থাপন করা।
৬. বিচার মন্ত্রণালয় থেকে বিচার বিভাগকে পৃথক করে বাংলাদেশ সুর্প্রীম কোর্টের অধীনের বিচার বিভাগের জন্য পৃথক স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করা।
৭. উচ্চ আদালতের বিচারক নিয়োগের জন্য স্বাধীন কমিশন গঠন করা।
৮. প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে আপীল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকেই বাধ্যতামূলক ভাবে নিয়োগ করা।
৯. হাইকোর্ট বিভাগের বিচারক নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম বয়স ৪৮ বছর নির্ধারণ করা। সংবিধানের ৯৬ নং অনুচ্ছেদ সংশোধন করে প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারকদের অবসরের বয়সসীমা ৭০ বছর পুনঃনির্ধারণ করা।
১০. উচ্চ আদালতের বিচারকদের শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সুপ্রিম জুডিসিয়াল কমিশন গঠন করা।
১১. অস্বচ্ছল বিচার প্রার্থীদের আইনগত সহায়তা প্রদানের জন্য গঠিত জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে অধিদপ্তরে রুপান্তর করে আরো গতিশীল করা এবং স্থানীয় পর্যায়ে অফিস চালু করা।
১২. বিচারকদের দুর্নীতির বিরুদ্ধে জনগণের অভিযোগ করার ব্যবস্থা রাখা। ই-মেইল এড্রেস এবং হাইকোর্টের নিচতলায় অভিযোগ বাক্স রাখা।