BlogFeature

দূতাবাসের দায়-দায়িত্ব ও কার্যাবলি

দূতাবাস বা কূটনৈতিক মিশন হলো কোনো দেশের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান যা অন্য দেশের মাটিতে কাজ করে দুটো দেশের মাঝে আন্তর্জাতিক সম্পর্ক রক্ষার জন্য। দূতাবাস বা কূটনৈতিক মিশন দুটি দেশের মধ্যে কূটনৈতিক কার্যক্রম ছাড়াও সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং কনস্যুলার কার্যক্রম পরিচালনা করে। কূটনৈতিক মিশন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মূল স্তম্ভ। কোনও দেশের বিদেশের মাটিতে তার সার্বভৌম অধিকার প্রতিষ্ঠার মাধ্যম। প্রতিটি দেশ বিদেশের মাটিতে পারস্পরিক সম্মতির ভিত্তিতে কূটনৈতিক মিশন স্থাপন করে। এ সম্পর্ক পরিচালিত হয় ‘ভিয়েনা কনভেনশন’ অনুসারে। ১৯৬১ সালে ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস (Vienna Convention on Diplomatic Relations) এ কূটনৈতিক মিশনের সকল রুলস রেগুলেশন উল্লেখ রয়েছে।

ভিয়েনা কনভেনশনের ধারা-৩ অনুসারে, কূটনৈতিক মিশনের প্রধান উদ্দেশ্য হলো স্বাগতিক দেশে নিজ দেশের প্রতিনিধিত্ব করা, কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন করা।

ভিয়েনা কনভেনশনের ধারা-২২ অনুসারে,  দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করতে স্বাগতিক দেশকে প্রতিশ্রুত করা হয়েছে। দূতাবাস প্রাঙ্গণ স্বাগতিক দেশের আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ থেকে মুক্ত থাকবে। অর্থাৎ দূতাবাস যেন  একটুকরো দেশ যেখানে সার্বভৌমত্ব রয়েছে।

ভিয়েনা কনভেনশনের ধারা-৩১ অনুসারে, কূটনীতিকরা স্বাগতিক দেশের আইনী প্রক্রিয়া থেকে দায়মুক্তি পেয়ে থাকেন। অর্থাৎ তাদেরকে গ্রেফতার কার বা আইনি কার্যক্রমে বাধ্য করা যায় না।

 

দূতাবাস বা কূটনৈতিক মিশনের কার্যক্রম ও দায়িত্ব

রাষ্ট্রদূতের দায়-দায়িত্ব:
১.রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে কাজ করা
২. কূটনৈতিক চুক্তি বাস্তবায়ন করা
৩. স্বাগতিক দেশের সরকারের সাথে যোগাযোগ রক্ষা করা

 

নাগরিক সেবা

বিদেশে অবস্থানরত নাগরিকদের বা প্রবাসীদের আইনি সহায়তা,পাসপোর্ট বা ভিসা সংক্রান্ত কাজ এবং জরুরি সুরক্ষা প্রদান করা

 

বাণিজ্য ও সংস্কৃতি

দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন ও সাংস্কৃতিক বিনিময় উন্নয়ন করা।

 

যদি কোন দেশ ভিয়েনা কনভেনশনের স্বার্থ লঙ্ঘন করে, তাহলে-

১.সংশ্লিষ্ট দেশ আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করতে পারে
২.কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পারে বা ভেঙে দিতে পারে
৩.উক্ত দেশ হতে দূতাবাস বা মিশন প্রত্যাহার করা হতে পারে

 

*লেখক- রোমন তালুকদার- রিসার্চ এক্সিকিউটিভ, জুরিস্টিকো 

 

আরও পড়ুন- জাতিসংঘ মহাসচিবের দায়-দায়িত্ব ও কার্যাবলি

You cannot copy content of this page