বাণিজ্যিক পোল্ট্রি মুরগীর খামার স্থাপনের শর্তাবলী
বাণিজ্যিক পোল্ট্রি বলতে ব্যবসার উদ্দেশ্যে সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় মেঝেতে অথবা খাঁচায় পালন করা অধিক উৎপাদনশীল (মাংস ও ডিম) বাণিজ্যিক পোল্ট্রিকে বুঝায়। বাণিজ্যিক উদ্দেশ্য বলতে ১০০ বা তথোধিক মুরগী একত্রে পালন করাকে বুঝানো হয়।
বাংলাদেশ সরকার প্রণীত জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা ২০০৮ এ উল্লেখিত বাণিজ্যিক পোল্ট্রী খামার স্থাপনের শর্তাবলী নিম্মরুপ-
১.বাণিজ্যিক পোল্ট্রি খামারটি ঘনবসতি পূর্ণ লোকালয় বা শহরের বাইরে স্থাপন করতে হবে।
২.একটি বাণিজ্যিক খামার হতে অপর বাণিজ্যিক খামারের দূরত্ব হতে হবে কমপক্ষে ১০০ মিটার।
৩. ব্রিডিং খামারের একটি হতে অপরটির দূরত্ব হতে হবে কমপক্ষে ৫ কিলোমিটার।
৪. গ্র্যান্ড প্যারেন্ট স্টক (Grand Parent Stock) এবং প্যারেন্ট স্টক (Parent Stock) খামার লোকালয় বা শহরের বাইরে স্থাপন করতে হবে। উক্ত খামারগুলোর কমপক্ষে ২ কিলোমিটারের মধ্যে অন্য কোনও প্রকার বাণিজ্যিক খামার স্থাপন করা যাবে না। প্যারেন্ট স্টক জাতীয় খামার করার পূর্বে প্রাণিসম্পদ অধিদফতরের পূর্বানুমতি গ্রহণ করতে হবে।
৫. খামার এবং হ্যাচারি স্থাপন পরিকল্পনায় উন্নত জীব নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে।
৬. খামার ও হ্যাচারির বর্জ্য ব্যস্থাপনা ও অপসারণ নিষ্কাষণ স্বাস্থ্যসম্মত হতে হবে।
৭. খামার ও হ্যাচারির জন্য নির্ধারিত স্থানে স্বাস্থ্যসম্মত ভাবে বর্জ্য নিষ্কাষনের জন্য প্রয়াজনীয় স্থানের সংস্থান রাখতে হবে।
সূত্র- প্রাণিসম্পদ অধিদপ্তর
আরো পড়ুন- জমি নামজারী করার প্রয়োজনীয়তা ও প্রক্রিয়া